দৈত্য রূপে আবির্ভূত হচ্ছেন হিরো আলম

হিরো আলমের চমক একের পর থাকছেই। অভিনয়ের পর তিনি প্রবেশ করেছেন গানের জগতে। কিছুদিন পর পরই তার নতুন নতুন গান প্রকাশ করেন ইউটিউবে। যা কিনা ঘণ্টা পেরুতেই ভিউ হচ্ছে লাখ লাখ। বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা গানের পর এবার রমজানে তিনি প্রকাশ করেন অ্যারাবিক ভাষায় গান। সেই রেশ কাটতে না কাটতেই এবার দৈত্য রূপে আবির্ভূত হচ্ছেন হিরো আলম।

তাকে এই রূপে দেখা যাবে একটি বিশেষ নাটকে। বিষয়টি নিশ্চিত করে হিরো আলম জানান, ঈদ উপলক্ষে একটি রহস্যময় ও ভৌতিক নাটক বানানো হচ্ছে, সেখানেই আমাকে এই চেহারায় দেখা যাবে। এই শহরে নতুন দৈত্য হিরো আলমকে এবার সবাই দেখতে পাবে।

জানা গেছে, নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। তবে কোন মাধ্যমে নাটকটি প্রচার হবে তা এখনো জানানো হয়নি। ক’দিন আগে প্রকাশিত হিরো আলমের আরবি গানের ভিডিওতে মরুভূমির আবেশ দেখা যায়। সেই চিত্র দৃশ্যমান করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন। যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়।