‘ডুব’ নিয়ে বাপ্পি-সাইমনের স্ট্যাটাস ভাইরাল!

গত ২৭ অক্টোবর দেশের ৩৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘ডুব’। নাট্য নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকীর পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এছাড়াও এতে অভিনয় করতে দেখা গেছে নির্মাতা ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও ভারতের পার্ণমিত্রকে।

এদিকে ঢাকাই নায়ক বাপ্পি চৌধুরী লিখেছেন, ‘বিখ্যাত মানুষদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করাটাই উচিত নয়। যদি সেই মানুষগুলোকে সঠিক ভাবে উপস্থাপন না করা যায়। চলচ্চিত্র বানালেও, সেই সব মানুষদের বিশাল কর্মজীবনকে সবার সামনে তুলে ধরা উচিত। এতে জাতি অনুপ্রাণিত হবে।’

এদিকে নায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘একটা সিনেমা আপনার ভালো নাই লাগতে পারে। সেটা নিয়ে ফেসবুকে এতো মাখামাখি করার কি দরকার। আমরাতো সবাই জানি, সিনেমার বাজারটা ভালো যাচ্ছে না। এরমধ্যে আপনার স্ট্যাটাসের কারণে যদি একজন দর্শকও কমে যায়। লোকসানটা কিন্তু আমাদের সিনেমা শিল্পেরই। আসুন আমরা আমাদেরকে ভালোবাসতে শিখি। আমাদের সিনেমাকে সমৃদ্ধ করি।’

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ