সৎ মেয়েকে নিয়ে যা বললেন কারিনা

গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিলো খুব শিগগিরই বলিউডে পা রাখবেন প্রাক্তন দম্পতি সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। অবশেষে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হচ্ছে সারার।

প্রথম ছবি নিয়ে সারা যতোটা না আনন্দিত তার থেকে বেশি উচ্ছ্বসিত সৎ মা কারিনা কাপুর খান।

সম্প্রতি ফিল্মফেয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে সৎ মেয়ের অভিষেক প্রসঙ্গে বলিউডের এই অভিনেত্রী জানান, ‘আমি বিশ্বাস করি ও (সারা আলি খান) খুব অসাধারণ। কারণ তার মধ্যে রূপ এবং বুদ্ধির নিখুঁত সমন্বয় রয়েছে। আশা করছি এটি ওর জন্য সফলতা নিয়ে আসবে। আমি ওকে নিয়ে সত্যি খুব আনন্দিত।’

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’-এ সারা আলি খানের সহশিল্পী হিসেবে দেখা যাবে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’খ্যাত তারকা সুশান্ত সিং রাজপুতকে। ২০১৮ সালের জুন মাসে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময় : ১৬১০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top