শাহরুখপুত্র আব্রামের মা গৌরী নন, তাহলে কে?

খ্যাতিমানের জীবনে ব্যক্তিগত বলে কোনও জায়গা থাকে না। এই মুহূর্তে সব থেকে বেশি মাত্রায় যাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তুলকালাম চলছে সোশ্যাল মিডিয়ায়, তিনি আর কেউ নন, স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান।

এই মুহূর্তে বিপুল বিতর্ক তাঁর কনিষ্ঠ পুত্র আব্রামকে নিয়ে। প্রশ্ন তার মা-কে নিয়ে।
বিতর্কের মূলে রয়েছে একটি তথ্য। যা এই মুহূর্তে বেশ কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম নাকি সারোগেটেড চাইল্ড। অর্থাৎ শাহরুখ তার বাবা হলেও তার গর্ভধারিনী মা শাহরুখ-পত্নী গৌরী খান নন। অর্থাৎ এই সন্তানের জন্মের জন্য শাহরুখ গর্ভধাত্রীর আশ্রয় নিয়েছিলেন।

সংবাদমাধ্যমে পরিবেশিত তথ্য অনুসারে, শাহরুখ ও গৌরীর দুই সন্তান আরইয়ান খান এবাং সুহানা খান। খান দম্পতি তৃতীয় সন্তানের পরিকল্পনা করছিলেন।

দু’বছর চেষ্টার পরে কোনও ফল না হওয়ায় তাঁরা দত্তক নেওয়ার কথা ভাবতে শুরু করেন। বেশ কিছু আত্মীয় তাঁদের ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ-এর শরণাপন্ন হতে বলেন। এই পদ্ধতিতে অন্য কোনও গর্ভধাত্রীর সাহায্যে সন্তান লাভ করা যায়। সন্তানাকাঙ্ক্ষী দম্পতির শুক্রাণু ও ডিম্বাণু এই পদ্ধতিতে অন্য কোনও মহিলার গর্ভে প্রতিস্থাপন করতে হয়। ভ্রূণ সেখানেই বাড়ে।

আরো জানা গেছে,খান দম্পতি তাঁদের তৃতীয় সন্তানের জন্য আইভিএফ-এরই আশ্রয় নেন। তবে, গর্ভধাত্রীর নাম গোপন রাখা হয়।

তবে বলিউডে এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কিছু তারকাদের সন্তান এই পদ্ধতিতে জন্মেছে। আমির খান ও কিরণ রাওয়ের সন্তানও এই পদ্ধতিতে জন্মলাভ করে। কিন্তু ঝামেলা পাকে শাহরুখের বেলাতেই।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, শাহরুখ-গৌরীর কোনও আত্মীয়ই নাকি রাজি হন গর্ভধাত্রী হিসেবে অবতীর্ণ হতে। এবং এই পদ্ধতিতেই আব্রাম ভূমিষ্ঠ হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে