কাল থেকে চবিতে দুর্গাপূজা ও আশুরার ছুটি শুরু

দুর্গাপূজা, পবিত্র আশুরা ও শরৎকালীন ছুটি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১২ দিনের ছুটি। যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্গাপূজা, পবিত্র আশুরা ও শরৎকালীন ছুটি উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ৫ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ ও ৭ সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ থাকায় আরো দু’দিন ছুটি কাটাবে শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া বুধবার থেকে সোমবার পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে ছুটি শুরুর আগেই বাড়ি ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে অনেকেই আবার থাকছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছুটিতে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ