নর্থ সাইপ্রাসে প্রবাসী কল্যাণ সংসদ অসহায় বাংলাদেশিদের পাশে

ইউরোপ জুড়ে করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত সাইপ্রাসে ১৬৬ জনের করোনাভাইরাস ধরা পরেছে। নর্থ সাইপ্রাসে ৪২ জন এবং সাউথ সাইপ্রাসে ১২৪ জন। নর্থ সাইপ্রাসেও এই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মহামারি সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নর্থ সাইপ্রাসে রবিবার রাত থেকে আগামি ৬ এপ্রিল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এর ফলে বন্ধ হয়ে পড়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান।

যার ফলে অনেক প্রবাসী বাংলাদেশি চাকরি হারিয়েছেন। তাই এমন দুর্যোগ সময়ে বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে সাইপ্রাস প্রবাসী বাংলাদেশিদের সংগঠন প্রবাসী কল্যাণ সংসদ।

প্রবাসী কল্যাণ সংসদের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ভুঁইয়া জানিয়েছেন, আগামি ২ এপ্রিল থেকে অসহায় বাংলাদেশিদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। খাদ্যসামগ্রী নেওয়ার জন্য সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদের নিন্মোক্ত সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।