ব্লাউজের ডিজাইনে হয়ে উঠুন আকর্ষণীয়

আর কিছুদিন পর আসছে কোরবানির ঈদ৷ এরই মধ্যে অনেকে পছন্দমতো শাড়ি, লেহেঙ্গা, গয়নাগাটি কিনে পেলেছেন। তাই, মনপছন্দ ব্লাউজ বানতে দিতে হবে এখনই৷ সুন্দর শাড়ির সঙ্গে ব্লাউজ মানানসই না হলেই গোটা সাজটা মাঠে মারা যায়৷ তাই, ব্লাউজের ডিজাইন হতে হবে একেবারে পারফেক্ট৷

টাই আপ ব্লাউজ ব্যাক নেক
এই ধরনের জিডাইনই এখন ফ্যাশনে ইন৷ এই ব্লাউজের পিঠে ফিতে লাগানো থাকে৷ আবার পিঠ পুরোটাই ব্যাকলেস হতে পারে৷ আবার শুধু মাত্র ফিতে বা ডিপ নেকের সঙ্গে উপরের দিকে ফিতে লাগানোও হতে পারে৷

ভি শেপড ব্যাক নেক ব্লাউজ
যাদের শরীরের গড়ন একটু মোটার দিকে, তাদের জন্য এই ধরনের ডিজাইন একেবারে পারফেক্ট৷ এতে আপনাকে অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হবে৷ জর্জেট বা ক্রেপ শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ বেশ ভাল মানায়৷

হাই নেক ব্লাউজ
যাদের চেহারা একেবারে ছিপছিপে বা যারা খুব রোগা, তারা হাই নেক ব্লাউড ব্যবহার করতে পারেন৷ যদিও শুধু রোগা নয় মাঝারি চেহারার মহিলারাও এই ধরনের ব্লাউজ ব্যবহার করতে পারেন৷ হাই নেকের সঙ্গে ফুল স্লিভ হলে তো কথাই নেই৷

কাট ওয়ার্ক ব্লাউজ উইথ ব্যার নেক ডিজাইন
যেকোনো ডিজাইনার শাড়ির এই ধরনের ব্লাউজ খুব ভালো মানায়৷ স্লিভ লেস বা থ্রি কোয়ার্টার স্লিভের সঙ্গে এই ধরনের ব্লাউজ বানাতে পারেন৷ সঙ্গে লটকন দিয়ে নিলে আপনার পিঠ আরও আকর্ষণীয় হয়ে উঠবে৷

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে