ছারপোকা তাড়াতে সংক্ষিপ্ত কিছু টিপস

0

রক্তচোষা ছারপোকা থেকে রেহাই পেতে হলে পরিস্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। ঘরের আসবাবপত্র পরিস্কার রাখতে হবে।

বিছানা নিয়ম করে রোদে দিতে হবে।

ঘরে আবর্জনা জমিয়ে রাখা যাবে না। নিয়মিত তা পরিস্কার করার পর আবর্জনা প্লাস্টিক ব্যাগে ভরে মুখ বন্ধ করে ডাস্টবিনে ফেলতে হবে।

ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিস্কারের পর সেটিও পরিস্কার করে নিতে হবে। ন্যাপথলিন গুঁড়ো করে ছিটালেও উপকার পাওয়া যাবে। কেরোসিন, ডিটারজেন্টের স্প্রে করলেও ছারপোকা কমে।

বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ