সাভারের তেলের লরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪

সাভারের হেমায়েতপুরে একটি তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান হেলাল (৩০) নামের এক ট্রাকচালক। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল। এরপর রাত ১টার দিকে মারা যান ওই ট্রাকের হেলপার সাকিব (১৫)। তারও শরীরের শতভাগ দগ্ধ ছিল।

সে ট্রাকের হেলপার ছিল। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। মারা যাওয়া সাকিবের বড় ভাই মো. নাঈম জানান, অভাবের সংসার। তাই চার মাস আগে তাকে কাজে দেওয়া হয়।

সে ট্রাকের হেলপারের কাজ করত। নাঈম নিজেও পাইলিংয়ের কাজ করেন। আর তাদের বাবা খাগড়াছড়িতে অটোরিকশা চালান।
তিনি বলেন, যতটুকু জেনেছি, তারা ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিল।

ভোরে সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে দেখি তার গোটা শরীর পুড়ে গেছে।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার ইকবাল নামে একজন মারা যান।

পরে আড়তদারির ব্যবসায়ী নজরুল ইসলাম নামে আরেকজন ইনস্টিটিউটে আনার পর মারা যান। একই দিন রাত সাড়ে ৯টায় ট্রাকচালক হেলাল হাওলাদার মারা যান।

Scroll to Top