সীমান্তে আটকের ৮ ঘণ্টা পর মামা-ভাগনেকে ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন ও সাজেদুল নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর তাদের ফেরত দেয়।

শুক্রবার (২ মে) রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে ছবি তুলতে গেলে সম্পর্কে মামা-ভাগনে রিমন ও সাজেদুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে বিজিবি। পরে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মামা-ভাগনেকে ফেরত দিতে রাজি হয় বিএসএফ।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানান, দেশে ফিরে আসার পর তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, বিজিবির পতাকা বৈঠকে সাড়া দিয়ে হেফাজতে থাকা দুই বাংলাদেশিকে রাত ২টার সময় ফেরত দিয়েছে বিএসএফ। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Scroll to Top