কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে দু’জনের মৃত্যু

কুষ্টিয়ায় ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে পৃথক স্থানে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) জেলার দৌলতপুর উপজেলার গোবরগাড়া এলাকা এবং কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার গবরগাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু (৩৫) এবং কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকার মৃত করিম প্রামানিকের ছেলে কামরুজ্জামান (৫০)।

রাসেল ভাইপার নামক সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

দৌলতপুর উপজেলার গোবরগাড়া এলাকার কালুর চাচাতো ভাই রিয়াজুল বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গেলে তাকে সাপে কামড় দেয়। ওই রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোর পৌনে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকার কামরুজ্জামানের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল এগারোটার দিকে বাড়ির পাশে কলাবাগানে কাজ করতে গেলে তাকে রাসেল ভাইপার সাপে কামড় দেয়। প্রথমে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা। বেলা সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ঈমাম বলেন, সাপের কামড়ে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের দু’জনকেই বিষধর রাসেল ভাইপার সাপে কেটেছে বলেও জানান তিনি।

Scroll to Top