সোনারগাঁয়ে সাপের দংশনে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের দংশনে মো. কবির হোসেন (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত কবির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) বিকেলে বাড়ির পাশে ঘাস কাটতে গেলে একটি বিষধর সাপ তার ডান পায়ে দংশন করে। দ্রুত তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই নাইম হোসেন জানান, কবির হোসেন ছয়টি গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, আমরা মৃতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি তাকে বিষধর সাপে দংশন করেছিল। মরদেহ জরুরি বিভাগের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top