ফরিদপুর সদরে রাকিবুল হাসান নামে এক প্রবাসী দুই সন্তানসহ স্ত্রী নিখোঁজ রয়েছেন। গত তিন ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বুধবার (২ জুলাই) সকালে প্রবাসীর স্ত্রী মাকসুদা বেগম বন্যা তার দুই সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ, ভুক্তভোগী পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চরনশীপুর গ্রামের মৃত আব্দুল গফুর মণ্ডলের ছেলে রাকিবুল হাসান দীর্ঘদিন যাবত দুবাইয়ে কর্মরত আছেন। তিনি বিদেশে থাকায় তার স্ত্রী মাকসুদা বেগম বন্যা (৩২) ও তার ৯ বছর বয়সী ছেলে ও ৭ বছর বয়সী মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন। গত বুধবার সকালে মাকসুদা বেগম বন্যা তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর থেকে নিখোঁজ রয়েছেন। পরে প্রবাসীর বড় ভাই মো. রফিকুল ইসলাম থানায় জিডি করেন।
মো. রফিকুল ইসলাম বলেন, নিখোঁজের পর আমরা আত্মীয়স্বজনের বাসা ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাইনি। তবে যাওয়ার সময় দুই লাখ টাকা, তিন-চার ভরি স্বর্ণ ও কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হন। এ ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে।