‘বিনা দাওয়াতে’ মাহফিলে বক্তব্য দেওয়ায় মামুনুল হকের বিরুদ্ধে মামলা

মামুনুল হক যিনি একজন হেফাজত ইসলামের নেতা। ‘বিনা দাওয়াতে’ মাহফিলে গিয়ে বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর একই সঙ্গে অনুমতি ছাড়া মাহফিলের আয়োজন করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। মামলাটি করে কুমিল্লার চান্দিনা থানায় পুলিশ বাদী হয়ে। কুমিল্লার চান্দিনা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চান্দিনা জোয়াগ এলাকায় একটি মাহফিলে গোপনে রাত ১২টায় উপস্থিত হন মাওলানা মামুনুল হক। তিনি সেখানে বক্তব্য দিয়ে চলে যান। কিন্তু তাকে মাহফিলে কোনো দাওয়াত দেওয়া হয়নি।’

ওসি আরো জানান, মাহফিল কমিটির লোকজনও সরকারি নির্দেশনা অমান্য করে বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করে। তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে।