বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া চলা বেশ দুষ্কর। ঘাড় নিচু করে মোবাইলের দিকে ঝুঁকে থাকার দৃশ্য এখন যত্রতত্র চোখে পড়ে।
তবে চীনের ইউনান প্রদেশের এক তরুণীর কাণ্ড আরও স্পষ্ট করে দিল সাধের ফোনের জন্য মানুষের পক্ষে অনেক কিছুই করা সম্ভব।
জানা গেছে, চীনের সেই তরুণী ইরহাই হ্রদের উপরে ক্রুজ শিপে বেড়াচ্ছিলেন। এই সময়ই আচমকা তার হাতের মোবাইল ফোন পড়ে যায় হ্রদের গভীর পানিতে। সেই জায়গায় আমি-আপনি থাকলে নিশ্চিত ভাবেই মন খারাপের জেরে বেড়ানোটা মুহূর্তে মাটি হয়ে যেত। কিন্তু চীনের সেই তরুণী সত্যিই অভাবনীয় একটি কাজ করে বসলেন। কাল বিলম্ব না করে তিনি লাফ মেরে দিলেন পানিতে।
শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি এমনটি ঘটেছে। তবে আশপাশে থাকা লোকেরা তাকে তৎক্ষণাৎ ধরে ফেলেন। ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরাও।
এই যাত্রায় প্রাণে বেঁচে যান তরুণী। তবে ক্রুজে উপস্থিত সকলে চমকে যান তরুণীর এমন আচরণ দেখে। একটি ফোন, তা সে যতই প্রিয় হোক, তা পানিতে পড়ে যাওয়ায় নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে কেউ যে এভাবে ঝাঁপ দিতে পারে, তাই যেন বিশ্বাসই হচ্ছে না তাদের।
https://youtu.be/HfZaakHmtXc
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে