মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে সহকর্মীকে হত্যার অভিযোগ

মালয়েশিয়ায় নেপালি সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আবদুল আজিজ মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার জোহর রাজ্যের বাতু পাহাত ম্যাজিস্ট্রেট আদালতে নেপালি সহকর্মীকে হত্যার অভিযোগ আনা হয় আজিজ মোল্লার বিরুদ্ধে।

আদালতের বিচারক অরুণ নোভাল দাসের সামনে নেপালের নাগরিক মোচি সতীন্দর (৩০)-কে হত্যার অভিযোগ আসামি আবদুল আজিজ মোল্লাকে পড়ে শোনানো হয়। যদিও এ সময় আসামির কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেয়া হয়নি। কারণ হত্যা মামলা হাইকোর্টের আওতাধীন রয়েছে।

আদালত শুনানি শেষে রাসায়নিক প্রতিবেদন, ফরেনসিক প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন এবং বাংলাদেশি দোভাষীর উপস্থিতির জন্য আগামী ১৪ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার মধ্যে জোহর রাজ্যের বাতু পাহাতের শ্রী গাডিং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ-২ এর জালান ওয়াওয়াসান ১৪-এর শ্রমিক হোস্টেলে মোচি সতীন্দর নামে এক নেপালিকে হত্যা করে একই কারখানার শ্রমিক আবদুল আজিজ মোল্লা।

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে মৃত্যুদণ্ড বা অনধিক ৪০ বছরের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকর না হলে কমপক্ষে ১২ বার বেত্রাঘাতের বিধান রয়েছে।

Scroll to Top