আগৈলঝাড়ায় মাঘী পূর্ণিমা উদযাপিত

মাঘী পূর্ণিমা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রতি বছরের ন্যায় এ বছরও নানান কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। গত শুক্রবার রাতে ২৫০ বছরের পুরানো হরিভক্ত মহাত্বা ঠান্ডারাম বৈরাগীর লীলাভূমি আস্কর আশ্রমে বার্ষিক মহামন্ত্র হরিনাম কীর্তন, পূজার্চনা, মেলা এবং রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার নারী পুরুষ পূণ্য লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে হরিনাম কীর্তন করতে করতে অনুষ্ঠানস্থলে সমবেত হন। মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রায় অর্ধলাখ ভক্তের সমাগম ঘটে।