বার্সেলোনার অবস্থা দেখে ‘কান্না পাচ্ছে’ নাদালের

বার্সেলোনায় এখনো পরিস্থিতি থমথমে। কাতালুনিয়ার ৯০ মানুষই স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। যা নাকচ করে দিয়ে স্পেনের ক্ষমতাসীন সরকার জানিয়ে দিয়েছে, এই গণভোটের কোনও ভিত্তি নেই। এই অবস্থা দেখে মর্মাহত বিশ্বের এক নম্বর টেনিস তারকা স্পেনের রাফায়েল নাদাল। কাতালান না হয়েও যিনি বলছেন, ‘দেশের পরিস্থিতি দেখে কান্না পাচ্ছে আমার।’

কাতালুনিয়ার গণভোট রুখতে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে রবিবার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক মানুষ। আহত প্রায় হাজারের কাছাকাছি। যা দেখে স্পেনের তারকা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল মর্মাহত। বলেছেন, ‘শুধু কাতালুনিয়া নয়, গোটা দেশের পরিস্থিতি দেখেই কান্না পাচ্ছে আমার। এক সঙ্গে এতো বছর থেকে এসেছি আমরা। যা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত। কিন্তু রবিবার অনৈক্যের যে ছবি দেখলাম তা নেতিবাচক প্রভাব ফেলেছে মনে।’

নাদালের চেয়েও গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছে রবিবারের ঘটনার পর বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে-র মন্তব্য। য়েখানে তিনি বলেন, ‘স্বাধীনতার পক্ষে হোক বা বিপক্ষে ভোট দিতেই হবে। যা আমি সমর্থন করি। চুপ করে বসে থাকার কোনও মানে হয় না। জেনারেল ফ্রাঙ্কোর সময়েও এ ভাবে মুখ বন্ধ করে রাখা হয়েছিল আমাদের। এ বার মুখ খোলার সময় এসেছে। গণভোটের জন্য জমায়েত নিরীহ জনতার উপর আক্রমণ করেছে পুলিশ।’ প্রয়োজনে ২০১৮ বিশ্বকাপের আগেই স্পেন দল ছাড়ার ঘোষণা দেন তিনি।

পিকের পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনার রেকর্ড শিরোপা জয়ী কোচ বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘আর কত দিন চুপ করে থাকবে কাতালুনিয়ার মানুষ। এ বার কথা বলার সময় এসেছে।’

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল