ফুটবল প্রেমীদের জন্য সুখবর দিলো উয়েফা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এক বছর পেছানো হয়েছিলো ইউরো চ্যাম্পিয়নশিপ। সেটি অনুষ্ঠিত হবে চলতি বছর জুন-জুলাইয়ে। গতকাল শুক্রবার নতুন করে দর্শকদের জন্য সুখবর দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা।

সবাই ধরেই নিয়েছিল ইউরোর খেলা টেলিভিশনের পর্দায়ই দেখতে হবে। কারণ ফুটবল মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিলো।

এবার ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা জানিয়েছে, ইউরো-২০২০ এর ১২টি ভেন্যুর ৮টিতে দর্শক প্রবেশের সুযোগ পাবেন। আর সেগুলো হলো আমস্টারডাম, বাকু, বুচারেস্ট, বুদাপেস্ট, কোপেনহেগেন, গ্লাসগো, লন্ডন ও সেইন্ট পিটার্সবার্গ।

এদিকে, ভেন্যুগুলোতে দর্শকদের কিভাবে প্রবেশের সুযোগ দেওয়া হবে সে বিষয়ে তাদের জানানোর জন্য বলেছে উয়েফা।

জানা যায়, প্রত্যেকটি ভেন্যুর ধারন ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করা যাবে। তবে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় কোনো কোনো ভেন্যুতে চাইলে আরও বেশি দর্শকও প্রবেশের সুযোগ দেওয়া যাবে।