মেসির হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল বার্সা

দারুণ ছন্দে থাকা লিওনেল মেসি চলতি মৌসুমে আবারো দেখা  পেলেন হ্যাটট্রিক। অন্যদিকে লুইস সুয়ারেজ উঠলেন জ্বলে। করলেন একটি গোল। সতীর্থের দিয়ে করালেন আরেকটি। শেষ পর্যন্ত দুই তারকার নৈপুণ্যে রিয়াল বেতিসকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়ে লা লিগার শিরোপার পথে বেশ এগিয়ে গেল আরনাস্তে ভালভার্দের দল।

লা লিগার ম্যাচে বেতিসের মাঠে রোববার বাংলাদেশ সময় রাতে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। এরআগে এ টুর্নামেন্টের প্রথম দেখায় গত নভেম্বরে নিজেদের মাঠে চেনা প্রতিপক্ষের কাছে কাতালানরা হেরেছিল ৩-৪ গোলে। বলতে গেলে গতকাল প্রতিশোধটা বেশ ভালোমতই নিয়েছেন মেসিরা।

বেতিসের মাঠে শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে বার্সেলোনাকে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে নেন মেসি। অষ্টাদশ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে বল জালে পাঠান বার্সেলোনা অধিনায়ক। এদিকে বিরতির আগে যোগ করা সময়ে ব্যবধান বাড়ান কিং লিও। সতীর্থের দিকে না তাকিয়েও দারুণ এক ব্যাকহিলে তাকে খুঁজে নেন সুয়ারেস। ছুটে গিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের শুরুতেও দারুণ খেলতে থাকে বার্সেলোনা। সে সুবাদে ম্যাচের ৬৩তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে দারুণ গতিতে এগোনোর পথে বেতিসের দুই খেলোয়াড়কে ফাঁকি দেন সুয়ারেজ। আরেক খেলোয়াড়ের স্লাইড এড়িয়ে ডান পায়ের শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি।

এদিকে ম্যাচের ৮২তম মিনিটে লোরেন মোরনের গোলে ব্যবধান কমায় বেতিস। তবে স্বাগতিকদের স্বস্তি দেননি মেসি। ৮৫তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ইভান রাকিতিচের কাছ থেকে বল পেয়ে দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টিনার তারকা এ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কেউ জালের দেখা না পেল বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদ ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এদিকে রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে।