মুস্তাফিজের দ্বিতীয় শিকার আমলা

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে চতুর্থ দিনের শুরুতেই প্রোটিয়া শিবিরে আঘাত হানলেন পেসার মুস্তাফিজ। তার দ্বিতীয় শিকার হয়ে নিজের ২৮ রানের মাথায় সাজঘরে ফেরেনে হাশিম আমলা। অবশ্য মুস্তাফিজের বলে লিটন দাসের গ্লাবসবন্দি হন আমলা।

এর আগে, নিজের ১৫ রানের মাথায় মুস্তাফিজের বলেই লিটন দাসের গ্লাবসবন্দি হয়ে এইডেন মারক্রামও সাজঘরে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ত উইকেট হারিয়ে প্রোটিয়ারা এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭১ রান সংগ্রহ করেছে।ফলে এখন তাদের লিড ২৪৭ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই প্রোটিয়া শিবিরে আক্রমণ করেন শফিউল ইসলাম। শফিউলের শিকার হয়ে নিজের ১৮ রানের মাথায় প্যাভিলিওনের পথ ধরেন ডিন এলগার।

এরপর ১৩ রানে অপরাজিত থাকা আরেক ওপেনার এইডেন মারক্রামের সঙ্গে যোগ দিয়েছেন হাশিম আমলা। কিন্তু আমলা ক্রিজে যোগ দেওয়ার পরই মুস্তাফিজের শিকারে পরিণত হন মারক্রাম। লিটন দাসকে ক্যাচ দিয়ে নিজের ১৫ রান ও দলের ৩৮ রানের মাথায় ফেরেন তিনি।

আমলাকে সঙ্গ দিতে ক্রিজে যোগ দেন তেম্বা বাভুমা। তার সঙ্গে জুটি বেধে চতুর্থ দনে ক্রিজে যোগ দেওয়ার কিছু সময় পরই মুস্তাফিজের শিকার হন আমলা। নিজের ২৮ রানের মাথায় লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি।

এরপর, বাভুমার সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফফ ডুপ্লেসিস। তার এখন ব্যাট করে যাচ্ছেন।

বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, ০১ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ