শেষ পর্যন্ত শঙ্কা উড়িয়ে জিতলো বাংলাদেশ ‘এ’ দল

আগের দিন দুই উইকেট নেওয়া অ্যান্ড্রু ম্যাকব্রাইনের পুনরায় জোড়া আঘাত। একটু শঙ্কার মেঘই জমেছিল। তবে শেষ পর্যন্ত শঙ্কা উড়িয়ে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।

সিলেটে একমাত্র আনঅফিসিয়াল টেস্টে শনিবার আয়ার‌ল্যান্ড ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ।’

১৩২ রান তাড়ায় শেষ দিনে বাংলাদেশর প্রয়োজন ছিল ১০৫ রান। হাতে উইকেট ছিল ৮টি।

বৃষ্টিতে দেরিতে খেলা শুরুর পর সাদমান ও আল আমিন দলকে টানেন কিছুক্ষণ। তবে দুজনকেই ফিরিয়ে আইরিশদের আশা জাগিয়ে তোলেন ম্যাকব্রাইন। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ৬০।

নড়বড়ে জায়গা থেকেই পাল্টা আক্রমণের পথ বেছে নেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি ও নুরুল হাসান সোহান। দ্রুত কিছু চার-ছক্কায় কেটে যায় চাপ। ৯৯ বলে ৭১ রানের জুটির গড়েন দুজন।

দলকে জয়ের কাছে নিয়ে আউট হন সোহান। ৩ চার ও ১ ছক্কায় এই উইকেটকিপার ব্যাটসম্যান করেছেন ৩১। ৭ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে দলের জয় নিয়েই ফেরেন ইয়াসির।

প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে ম্যাচ সেরা ওপেনার সাদমান ইসলাম।

দুই দল এখন খেলবে ৫ ম্যাচের একদিনের ম্যাচের সিরিজ। কক্সবাজারে সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ