আজহারউদ্দিন-গেইলকে ছাড়িয়ে গেলেন ডি ভিলিয়ার্স

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামারই সুযোগ পাননি এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমেই নিজের জাত চেনালেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। বুধবার বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করার পথে আন্তর্জাতিক ওয়ানডেতে রানসংখ্যায় মোহাম্মদ আজহারউদ্দিন ও ক্রিস গেইলকে ছাড়িয়ে যান ডি ভিলিয়ার্স।

দলীয় ৯০ রানের মাথায় পরপর কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস আউট হয়ে ফিরে গেলে ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স। হাশিম আমলার সঙ্গে দারুণ জুটি গড়ার পথে একে একে ছাড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার গেইলকে।

৩৩৪টি ওয়ানডেতে ভারতের হয়ে ৯৩৭৮ রান করেছেন আজহারউদ্দিন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭৩ ম্যাচে গেইল করেন ৯,৩৯৪ রান। প্রথমে আজহারউদ্দিনকে এবং পরে গেইলকে ছাড়িয়ে যান ডি ভিলিয়ার্স।

এখন পর্যন্ত ২২৪ ম্যাচে ডি ভিলিয়ার্সের রান ৯,৩৯৫। ২৪টি সেঞ্চুরি এবং ৫৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ব্যক্তিগত ৭৬ রানে পৌঁছেই গেইলকে ছাড়িয়ে যান এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার হয়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল জ্যাক ক্যালিস (১১৫৭৯)।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ