এবার ভারতেও দেখা যাবে সাকিব-রিয়াদদের ম্যাচ

আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। এই প্রথমবার ভারতের ক্রিকেটপ্রেমীরা উপভোগ করতে পারবেন আসন্ন আসরে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদদের খেলা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে এখন আর পাকিস্তানি কোনো ক্রিকেটারকে দেখা যায় না, তেমনি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ভারতের ক্রিকেটারদের দেখা যায় না।

দুটি জমজমাট আসর বিশ্বব্যাপি সাড়া ফেললেও পাকিস্তানের লিগ ভারতে কিংবা ভারতের লিগ পাকিস্তানের চ্যানেলে দেখা মুশকিল ছিল।

এবার সেটা হতে যাচ্ছে। পিএসএলের আগের দুই আসরের কোনো ম্যাচ ভারতে সম্প্রচার না হলেও তৃতীয় আসরের ম্যাচগুলো প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হতে যাচ্ছে। তৃতীয় আসরে সবমিলিয়ে অনুষ্ঠিত হবে ৩৪টি ম্যাচ।

সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে ভারতে। সেখানকার ক্রিকেটপ্রেমীরা ডিসকভারি চ্যানেলের মালিকানাধীন ডি স্পোর্টসে সরাসরি দেখতে পাবে পিএসএলের এবারের আসরটি।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই ক্রিকেটের মেগা কোনো ইভেন্ট আয়োজন করতে পারেনি। তাই দেশটির ক্রিকেট বোর্ড আয়োজিত পিএসএলের প্রথম দুই আসরের ম্যাচ তাদের দ্বিতীয় হোম ভেন্যু আবর আমিরাতে হয়েছে।

শুধু দ্বিতীয় আসরের ফাইনালটি হয়েছিল পাকিস্তানের লাহোরে। এবার পাকিস্তান থেকেই তৃতীয় আসর শুরু হতে পারে। দেশটির করাচিতে অনুষ্ঠিত হবে তৃতীয় আসরের প্রথম ম্যাচটি।

এবার পিএসএলের ষষ্ঠ দল হিসেবে নাম লিখিয়েছে মুলতান সুলতানস। সাকিবকে ধরে রেখেছে তার আগের দল পেশোয়ার জালমি। আর মাহমুদুল্লাহ রিয়াদকে ধরে রেখেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সাকিব-রিয়াদকে ধরে রাখলেও ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নিলামের জন্য ছেড়ে দিয়েছে পেশোয়ার।

বাংলাদেশ সময় : ১৬০৮ ঘণ্টা, ১৯ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ