বিরহেই সময় কাটাতে হয় সরফরাজের স্ত্রীর!

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড থেকে দেশকে এনে দিয়েছেন সরফরাজ আহমেদ। এরপর থেকে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে অপরাজিত অধিনায়ক। কিন্তু প্রায় ২০ কোটি মানুষের দেশ পাকিস্তানে সরফরাজকে নিয়ে সুখী নন একজন। বিরহে কাতর থাকা সেই মানুষটি বাইরের কেউ নন। তার ঘরনি। অভিমানে কখনো কখনো যার গাল ফুলে থাকে। সৈয়দা খুশবখতকে স্বামীর ক্রিকেট ব্যস্ততায় বিরহেই সময় কাটাতে হয় বেশি!

স্বামীকে একটু বেশি সময় কাছে পেতে কে না চায়? খুশবখতএর আর কি সেই কপাল? দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ নেই। পরদেশে হোমসিরিজ। এর বাইরে নানা আন্তর্জাতিক টুর্নামেন্ট আর সফর-সিরিজের ঠাস বুনট। সরফরাজ তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক। ব্যস্ততার শেষ নেই। ঘরের দিকে তাকানোর সুযোগ কোথায়?

লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে রোববারের ম্যাচটা পাকিস্তানকে দিয়েছে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর কিছুটা স্বস্তি। আর সেই ম্যাচের পর রমিজ রাজা সাক্ষাৎকার নিচ্ছিলেন সরফরাজের। সেখানেই পাকিস্তান অধিনায়কের ঘরের অসুখটা উঠে আসে। \’দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো বউকে খুশি রাখা।\’ সরফরাজ হাসতে হাসতেই বললেন, \’আমার বউ সবসময় অভিযোগ করে তাকে আমি তেমন সময় দেই না। ব্যস্ত সূচিতে এটা তো কঠিন।\’

৩০ বছরের সরফরাজ অবশ্য একটু ভিন্ন ভাবে এই সমস্যা ম্যানেজ করার চেষ্টা করেন। জানেন, নারীদের বস্তুগত টানটা বুঝি একটু বেশি! সরফরাজ স্মিথ হেসে তাই যোগ করে দেন, \’কিন্তু আমি এটা সামলানোর চেষ্টা করি তার জন্য নানা গিফট নিয়ে এসে।\’

এদিকে নেতৃত্বের চাপ নাকি এখনই খুব অনুভব করতে শুরু করেছেন সরফরাজ। চুলে পড়তে শুরু করেছে প্রভাব। চুল নাকি এখনই ধূসর হতে শুরু করেছে। তিনি নিশ্চিত পাক ধরা নয়, সরাসরি টেকো মাথা হওয়াই আছে ভাগ্যে! সরফরাজের ভাষায়, \’আমি নিশ্চিত টাকলু হয়ে যাবো।\’

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ