সাকিবের ঢাকাকে ১৩৬ রানে গুটিয়ে দিল নাসিরের সিলেট

সব প্রতীক্ষার অবসান শেষে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের। আজ শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে বিপিএলের নতুন দল সিলেট সিক্সার্স।

খেলার শুরু থেকেই সামনে এসে নেতৃত্ব দিলেন সিলেট সিক্সারস অধিনায়ক নাসির হোসেন। বোলিংয়ের শুরুতে এসেছেন নিজেই। প্রথম ওভারেই তুলে নিয়েছেন মেহেদী মারুফের উইকেট। ডিপ কাভারে ক্যাচ নিয়েছেন হুইটলি। এরপর আরেক ওপেনার এভিন লুইসকেও আউট করেছেন নাসির। ২০ ওভার শেষে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ১৩৬ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন কুমার সাঙ্গাকারা (৩২)। সিলেটের হয়ে বোলিংয়ে দাপট দেখিয়েছে লিয়াম প্লাঙ্কেট। ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশনে।