তামিম-সাকিবের জন্য ম্যাচটা স্মরণীয় করে রাখতে চান মুশফিক

রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবেন মুশফিকরা। বাংলাদেশ দলের দুই নির্ভরযোগ্য তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এই টেস্ট দিয়ে ৫০তম টেস্টের কোটা পূর্ণ হবে। সাদা পোশাকের তাদের এমন মাইলফলক ছোঁয়ার ম্যাচটা স্মরণীয় করে রাখতে চান দলনেতা মুশফিকুর রহিম।

আজ সংবাদ সম্মেলনে দলের সবার সম্মিলিত চেষ্টার কথা মনে করিয়ে মুশফিক বলেন, ‘প্রথম টেস্টটা সাকিব-তামিমের জন্য একটু বিশেষ। তারা ৫০তম টেস্ট খেলবে। আমার বিশ্বাস, সবাই ভালো একটা পারফরম্যান্স শো করবে। সাকিব-তামিমের থেকে সুন্দর ইনিংসের প্রত্যাশা করছি। আমরা তাদের মাইলফলকের ম্যাচটা স্মরণীয় করে রাখতে চাই।’

পরিকল্পনা অনুযায়ী খেললেই জয় সম্ভব উল্লেখ করে মুশফিক বলেন, ‘আমরা ভিনগ্রহের কারো বিপক্ষে খেলছি না। মাঠে নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব।’

‘গত দেড়-দুই বছরে আমাদের যে পারফরম্যান্স ছিল, সেই জিনিসটা আমাদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। বিশ্বক্রিকেট এখন আমাদের যে মূল্যায়ন করে, সেটা এক-দুই ম্যাচের জন্য নয়। শেষ দুই বছর অনেক কষ্ট করে আমরা এখানে এসেছি। এখান থেকে উপরে উঠতে হলে ধারাবাহিকভাবে ভালো খেলার ধারা ধরে রাখতে হবে।’ মন্তব্য মুশফিকের।

উল্লেখ্য, রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আগামী ৪ নভেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম