তথ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে সমাধান চাইলেন কাজী হায়াত

তথ্যমন্ত্রীর হাসানুল হক ইনুর নিকট হাতজোড় করে চলচ্চিত্রে চলমান সংকটের সমাধান চেয়েছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক কাজী হায়াত। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি ছবির মহরত অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথির আসনে বসেছিলেন।

কাজী হায়াত বলেন, আজ গণমাধ্যমগুলোতে খবর এসেছে রাজ্জাক সাহেবের ছেলে এফডিসিতে ফিরবেন না। কেন তার মধ্যে এই অভিমান? কেন এই সংকট তৈরি হবে!

তিনি বলেন, আমি পেশাদার অভিনেতা নই, কিন্তু আজ এই একাত্তর বছর বয়সে আমি নিজেকে শুধুই একজন অভিনেতা মনে করি। এই ছবিতেও আমি অভিনয় করতে যাচ্ছি। পেশাদার অভিনেতাই এখন আমার পরিচয়।

তিনি আরো বলেন, আমার পা থেকে মাথা পর্যন্ত অভিনয় জড়িয়ে আছে। ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, অজস্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছি। অভিনয় থেকে পেয়েছি অনেক। আজ এই সময়ে এসে চলচ্চিত্রের বিভাজন আমাকে কষ্ট দেয়, কষ্টে বুক ভেঙে যায়। চলচ্চিত্রের দুরবস্থা দূর করতে হবে। বিভাজন দূর করতে হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস