৭ উইকেট হারিয়ে কোণঠাসা অস্ট্রেলিয়া, খেলা বাংলাদেশের নিয়ন্ত্রণে!

আগের দিন বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। দলীয় ১৪ রানে সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার (৮) ,উসমান খাজা (১) ও নাইটওয়াচ ম্যান হিসেবে ক্রিজে আসা নাথান লায়ন (০)। শেষপর্যন্ত ১৮ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিনশেষ করেছে স্মিথবাহিনী।

আজ (সোমবার) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। এরপর ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েছিলেন এই দুই ব্যাটসম্যান। তবে দুর্দান্ত এক ডেলিভারিতে এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ৩৩ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন হ্যান্ডসকম্ব।

সকালের দিকে সাকিবের বলে রেনশ\’র ক্যাচ উঠলেও বেখেয়েলি সৌম্য সেটা আটকাতে পারেনি। সময় গড়ার সাথে সাথে রেনশ যখন ভয়ঙ্কর হয়ে উঠছিল ঠিক তখনই সেই সাকিবের বলেই রেনশ\’র(৪৫) ক্যাচ নিলেন সৌম্য সরকার। লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই মিরাজের দ্বিতীয় আঘাতে এলবিডব্লিউ হয়ে ফিরলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। এ প্রতিবেদন লেখার সময় ৩৯ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৪৩/৭।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি