জিম্বাবুয়ের পর সাকিবের রেকর্ড বুকে এখন অস্ট্রেলিয়া

টেস্ট ক্যারিয়ারে এর আগে কখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোষাকে খেলেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এবারই প্রথম অজিদের সাথে টেস্ট খেলতে নেমে রেকর্ড বুকে নাম লেখালেন তিনি।

অস্ট্রেলিয়ার সাথে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাকিব নিয়েছিলেন ৬৮ রান দিয়ে পাঁচ উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে সফল এই বাঁহাতি।

অজিদের দ্বিতীয় ইনিংসেও এই বাঁহাতি স্পিনার নিয়েছেন পাঁচ উইকেট। আর দুই ইনিংসে দুই বার পাঁচ উইকেট নিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন তিনি।

টেস্ট ইতিহাসে দ্বিতীয় বার কোন দলের বিপক্ষে দশ উইকেট নেয়ার কীর্তি গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত সাকিবের শিকার ১৪৮ রান দিয়ে ১০ উইকেট।

এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম বারের মত ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন সাকিব। সেই টেস্টে ১২৪ রান দিয়ে ১০ উইকেট নেন তিনি। এছাড়াও সেই টেস্টেই ব্যাট হাতে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্ট খেলতে নামা এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময় : ১৪১৩ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ