এই হারের কোনো অজুহাত নেই : স্মিথ

চতুর্থদিনের দিনের শুরুটা নিজেদের মতো করেই করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও সহ অধিনায়ক। ম্যাচ পঞ্চমদিনে যাচ্ছে না তার আভাস অনেকটা প্রথম দিনেই পাওয়া গিয়েছিল।

কিছুক্ষনের জন্য ম্যাচ নিজেদের দিকে নিয়ে নিলেও শেষ পর্যন্ত ২০ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে মুশফিকুর রহিমের দল। এই জয়ে পুরোটাই কৃতিত্ব বাংলাদেশের, নিজেদের হারার কোনো অজুহাতই দিতে চান না অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

বাংলাদেশের প্রথম ইনিংসে দ্রুতই তিন উইকেট পড়ে গেলেও বাকীটা সময় অস্ট্রেলিয়াকেই চাপে রেখেছে সাকিব আল হাসান-মেহেদি হাসান মিরাজরা। তাদের ঘূর্ণিতে বারবার নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

দ্বিতীয় ইনিংসে স্মিথ ও ডেভিড ওয়ার্নার মিলে অনেকটা সময় উইকেটে থেকে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন জয়ের দিকে। ওয়ার্নারের সেঞ্চুরির পর কিছুটা সময় মাঠে থাকলেও সাকিবের ঘূর্ণির সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি।

এরপরে একে একে ফিরে যান স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ব্যাটসম্যানরা। জয় তুলে নিতে বাংলাদেশের দলের অপেক্ষা করতে হয়েছে ৭০.৫ ওভার পর্যন্ত। আর এরপরই আসে সেই ঐতিহাসিক জয়। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলোচিত জয়ের তালিকার উপরের দিকেই থাকবে।

তবে এই জয়ের পুরোটা কৃতিত্ব বাংলাদেশকে দিয়েছেন স্মিথ। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্মিথ বলেন, ‘এটা দারুণ একটা টেস্ট ম্যাচ ছিলো। পুরোটা কৃতিত্ব বাংলাদেশকে দিতে হবে। প্রথম ইনিংসে সাকিব-তামিম দারুণ একটি জুটি গড়েছিলো। সেখানেই ম্যাচ তাদের দিকে চলে গেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা খুবই কষ্টের ছিলো। তবুও কিছুটা ভালো লাগছে, আমরা অনেকটা সময় ছিলাম।’

নিজেদের হারার জন্য কোন অজুহাতই দিচ্ছেন না অজি অধিনায়ক। বলেন, ‘আমরা খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি। নেটে অনুশীলন করেছি। সব কিছুই ঠিক আছে। ম্যাট র‍্যানশো ভালো শুরু করেছে। তবে অনেকেই ভালো করতে পারেনি। আসলে সব কিছুই ওদের (বাংলাদেশ) পক্ষে ছিল। এই হারের কোনো অজুহাত নেই। পরের ম্যাচের জন্য তৈরি হবো।’

বাংলাদেশ সময় : ১৫১০ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ