আজকের ঐতিহাসিক জয়ের নায়কেরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতিক্ষীত সিরিজ স্মরণীয় করে রাখল বাংলাদেশ। অসিদের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আর জয়ের নায়ক সাকিব-তামিমরা।

তামিমের দুর্দান্ত ব্যাটিং আর সাকিবের দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ।

নিজেদের ৫০তম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখলেন সাকিব-তামিম।

সকালে বাংলাদেশ দলে স্বস্তির বাতাস বইয়ে দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। স্মিথ-ওয়ার্নার জুটির ভাঙন ধরিয়ে বাংলাদেশেকে জয়ের পথ সুগম করেছেন। এরপর একের পর এক উইকেট শিকার করে অসি শিবিরে ধস নামিয়েছেন।

ঢাকা টেস্টে ১০ উইকেট শিকার করেছেন। এর সুবাদে ম্যান অব দা ম্যাচ হয়েছেন সাকিব।

সাকিবের সাথে স্পিন বিভাগে ছিলেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ম্যাচ জয়ে তাদের ভূমিকাও কম নয়। তবে নেতৃত্বে ছিলেন সাকিবই।

মিরাজ শিকার করেছেন ৫টি উইকেট আর তাইজুল ৪টি। আজ জয়সূচক উইকেটটিও শিকার করেন এই স্পিনার।

ব্যাটিংয়ে নায়ক ছিলেন তামিম ইকবাল। দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি।

প্রথম ইনিংসে চার বাউন্ডারি ও তিন ছক্কায় তার সংগ্রহ ছিল ৭১ রান।

দ্বিতীয় ইনিংসে আরো দুর্ধর্ষ। আট বাউন্ডারিতে ৭৮ রান।

ব্যাটিংয়ে অবদান আছে সাকিবেরও। প্রথম ইনিংসে ১১ বাউন্ডারিতে ৮৪ রানের অসাধারণ এক ইনিংস সাজিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় : ১৫৩২ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ