ছবি যখন কথা বলে…

পরাজয়ের লজ্জা ভুলে বাংলাদেশের ক্রিকেটে যে এখন স্বর্ণ যুগ চলছে তা নতুন করে বলার কিছু নেই। গত দু/তিন বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে বিশ্ব ক্রিকেটে নিজেদের উদীয়মান শক্তি হিসেবে দাঁড় করিয়েছে।

যদিও টেস্টে তেমন বলার মতো পারফরমেন্স ছিল না। তবে চলতি বছর ক্রিকেটের বৃহত্তম এই সংস্করণে যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছে টাইগাররা। তারই প্রভাব পড়েছে ম্যাচেও। এজন্য ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে সেখানে লেখা \’\’বাংলাদেশের ক্রিকেটের উত্থান\’\’।

এই একটি ছবিতে আবারও তিনজন ক্রিকেটারের নাম। এর মানেও স্পষ্ট। গত বছরের শেষ দিকে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারানো। একই সঙ্গে সিরিজ ড্র করা। সেই ম্যাচের নায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ।

দ্বিতীয় চলতি বছরের শ্রীলঙ্কা সফরে শততম টেস্টে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচের জয়ের নায়ক ছিলেন তামিম ইকবাল। আর সর্বশেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের জয়ের নায়ক সাকিব আল হাসান।

ক্রিকেটে বিশ্বে বাংলাদেশের উত্থান বলে দেওয়া ছবিটির আরও অর্থ রয়েছে। প্রতিটি ম্যাচের জয়ের নায়কও ভিন্ন। অর্থাৎ কারও ওপর বাংলাদেশ দল যে পুরোপুরি নির্ভরশীল নয় তাও বোঝানো হয়েছে। আবার ওই তিনটি দলের বিপক্ষে পাওয়া সাম্প্রতিক তিনটি জয়ই দেশগুলোর সাথে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে