বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের প্রশংসা

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিশ্ব তা দেখেছে অবাক চোখে। বিদেশি গণমাধ্যমেও ফলাও করে প্রচারিত হয়েছে এই সফলতার খবর।

ক্রিকেট বিশ্বের প্রতিটি সংবাদমাধ্যমেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের খবরকে বিশেষ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ তাদের ‘অস্ট্রেলিয়ার আত্মসমর্পণে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়য়’ শীর্ষক প্রতিবেদনে লিখেছে, ‘সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথকে যখন সাজঘরে পাঠাল বাংলাদেশ, তখনই অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধ্বস নেমেছিলও। অন্যদিকে স্বাগতিকরা পাচ্ছিলো জয়ের সুবাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে বিখ্যাত জয় তুলে নতুন কীর্তিও গড়লো শেষ পর্যন্ত। বাংলাদেশ মাঠের বাইরে কিংবা ভিতরে; সবখানেই দারুণ সাড়া দিয়েছে।’

ডেইলি মেইল তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছে, ‘অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার হার, সাকিব আল হাসানের ১০ উইকেট বিখ্যাত এই জয় নিশ্চিত করেছে।’

পুরো প্রতিবেদনে সাকিবের ১০ উইকেট ও ব্যাট হাতে তার পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার প্রথমবারের মতো উপমহাদেশে সেঞ্চুরি করেছেন সেটাও সামনে আনা হয়েছে। একই সঙ্গে তারা লিখেছে, ওয়ার্নার উপমহাদেশে নিজেকে ফিরে পেলেও জয়টা হাতছাড়া করতেই হয়েছে অস্ট্রেলিয়াকে।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম টাইমস লাইভ লিখেছে, ‘সাকিবের নৈপূণ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ।’
নিউজিল্যান্ডভিত্তিক স্টাফ নিউজ বাংলাদেশের জয় নিয়েছে লিখেছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী বাংলাদেশ হোয়াইটওয়াশ করার স্বপ্নে বিভোর।’
প্রতিবেদনে বলা হয়েছে, ‘দীর্ঘদিনের মিনোস তকমা কাটিয়ে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষের সফলতা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করেছে দলটি।’

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ‘ডন’ বাংলাদেশের বিপক্ষে জয় প্রসঙ্গে লিখেছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জিতেছে’ শীর্ষক প্রতিবেদনে বলেছে, ‘প্রথমবারের মতো নিজেদের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারিয়েছে বাংলাদেশ দল। ম্যাচ সেরা সাকিব আল হাসান দুই ইনিংসে পাঁচটি করে মোট ১০ উইকেট নিয়েছেন।’

আনন্দবাজার লিখেছে, ‘অস্ট্রেলিয়া বলেই শুধু জয় নয়, জবাবও’। তারা বলছে, ‘বুধবার বাংলাদেশে ভোরের সূর্য উঠেছে জয়ের বার্তা নিয়ে। দেশ জুড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের আবাহন। কিছুদিন আগে হলেও কি এমন বলা যেত! মনে হয় না। টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার জিততে দরকার ছিল ১৫৬ রান। বাংলাদেশের ৮ উইকেট। বছর দুয়েক আগে হলেও বলে দেওয়া যেত, মিরপুরে নির্ঘাত লেখা হতে চলেছে স্বপ্নভঙ্গের আর এক গল্প। বাংলাদেশ আশা জাগিয়েও পারবে না। কারণ বাংলাদেশ পারে না।‘

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম