দিনের শুরুতে মুশফিকের বিদায়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আর দিনের শুরুতেই টাইগার শিবিরে আঘাত হেনেছেন নাথান লায়ন।

অধিনায়ক মুশফিকুর রহিমকে বোল্ড ৬৪ রানে প্যাভিলিয়নে ফেরালেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৭৫ রান। নাসির হোসেন ৩৫ ও মিরাজ শূন্য রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এর আগে প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দিনের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ওপেনিংয়ে তামিম-সৌম্য জুটি ধৈর্য্যের পরিচয় দিলেও নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তামিম। ৩৪ বলে ৯ রান করেন তিনি। এরপর দলীয় স্কোর ২১ এ পৌঁছাতেই আবারও সেই লায়নের আঘাত। এবার ইমরুলকে এলবিডব্লিউ\’র ফঁদে ফেলেন তিনি। ইমরুল করেন ১১ বলে ৪ রান।

পরে সৌম্য-মমিনুল জুটি দলের হাল ধরলেও তা বেশি দূর নিয়ে যেতে পারেননি। প্রথম সেশনের শেষে সেই লায়নেরই শিকার হন সৌম্য সরকার। ৮১ বলে ৩৩ রান করা সৌম্যকেও এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে পাঠান তিনি। এরপর দলীয় ৮৫ রানে লায়নের আঘাতে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মমিনুল। এর আগে ৬৭ বরে ৩১ রান করেন তিনি। পরে সাকিবকে ব্যক্তিগত ২৪ রানে প্যাভিলিয়নে ফেরান আরেক স্পিনার অ্যাশটন অ্যাগার। ম্যাথু ওয়েডের তালুবন্দী হন সাকিব। আর প্রথম দিনের শেষ সময়ে দলীয় ২২২ রানে বিদায় নেন সাব্বির। এর আগে এক ১৩৬ বলে ৬৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে