শেষ বিকেলে মোস্তাফিজ-মিরাজের ঝলকে খেলায় ফিরেছে বাংলাদেশ

প্রথম ইনিংসে সর্বসাকুল্যে অজি উইকেট ভেঙেছে ৮টি। তার মধ্যে ৩টি করে দাবিদার মোস্তাফিজ-মিরাজ। শেষ বিকেলে এসে প্যাট কামিন্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। আর মোস্তাফিজুর রহমানের সর্বশেষ শিকার ম্যাথু ওয়েড।

মোস্তাফিজের করা ১০৬তম ওভারের তৃতীয় বল। মোকাবেলা করতে গিয়ে প্যাডে লাগে ওয়েডের। সাথে সাথে এলবিডাব্লিউ আবেদন করেন কাটার মাস্টার। আম্পায়ারও সাড়া দিতে দেরি করেননি। অবশ্য পরে রিভিউ আবেদন করেও ব্যর্থ হন ম্যাথু ওয়েড।

টাইগারদের ৩১ বল মোকাবেলা করে করেছেন ৮ রান। তার মধ্যে মেরেছেন একটি চারও। মাঠে ছিলেন ৪১ মিনিট। এই ৪১ মিনিটেই বেশ ভুগিয়েছেন মোস্তাফিজদের। অজিদের দলীয় রান তখন ৬ উইকেট হারিয়ে ৩৪২।
এর পরের ওভারটি করছিলেন মিরাজ। ১০৭তম ওভারের তৃতীয় বল। মিরাজের ঘূর্ণি বল মোকাবেলা করতে গিয়ে ব্যাটের কোনায় বল লেগে মুশফিকের হাতে ধরা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল রিভিউ নিয়েও কাজ হয়নি। আউট হয়েই ফিরতে হয় তাকে।

৯৮ বল মোকাবেলায় ৩৮ রান করতে সক্ষম হন তিনি। এর মধ্যে ৩টি চার হাঁকিয়েছেন তিনি। ম্যাক্সওয়েলের বিদায়ের সময় অজিদের দলীয় সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৪৬ রান।

এর আগে বেশ বিরতি নিয়েই পতন হয়েছে অজিদের পঞ্চম উইকেটের। মিরাজের করা ৯৫তম ওভারের শেষ বলে একটু ঠেকাতে গিয়ে ব্যাট লাগে কার্টরাইটের। শর্ট স্লিপে থাকা সৌম্য সরকার ক্যাচটি লুফে নিতে একটুও দেরি করেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৬৫ রান। মাত্র ৬০ রানের লিড নিয়েছে অজিরা।

মিরাজের উইকেটটি চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের তৃতীয় উইকেট। চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। দুই বিপজ্জনক ব্যক্তি হ্যান্ডসকম্ব এবং ওয়ার্নার দুজনকেই বিদায় করে খেলায় ফিরে আসার প্রয়াস চালায় বাংলাদেশ। হ্যান্ডসকম্ব রান আউট হয়েছিলেন ৮২ রান করে। আর ওয়ার্নারকে ফিরিয়ে দিয়েছেন মোস্তাফিজ। এটা ছিল ইনিংসে তার দ্বিতীয় উইকেটে। ওয়ার্নারের ক্যাচটি নেন ইমরুল কায়েস।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি