অস্ট্রেলিয়াকে পাঁচে নামিয়ে দিলো বাংলাদেশ!

তাও ভালো পাঁচে তো থাকা হলো! বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এই স্বস্তি টুকু স্টিভেন স্মিথের দলে বইতেই পারে। মিরপুর টেস্টে ২০ রানে হারের পর বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্ট ৭ উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তাতে সিরিজে হোয়াইটওয়াশ বা হার দুটোর লজ্জা থেকেই বেঁচেছে সফরকারীরা। অস্ট্রেলিয়া বাঁচলো র‌্যাঙ্কিংয়ে ছয়ে নেমে যাওয়ার লজ্জা থেকেও। এই টেস্টে হারলে ছয়ে নেমে যেতে হতো তাদের। তবে চারে থেকে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়াকে প্রথম টেস্ট হারার মূল্য ঠিকই দিতে হলো। সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা নেমে গেছে পাঁচে।

অস্ট্রেলিয়া পাঁচে নেমে গিয়েছিল আসলে প্রথমে টেস্ট হেরেই। এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া ১০০ পয়েন্ট নিয়ে ছিল টেস্ট র‌্যাঙ্কিংয়ের চারে। মিরপুর টেস্ট হারার পর নিউজিল্যান্ডের সঙ্গে যৌথ ভাবে ৯৭ রেটিং পয়েন্ট হয় তাদের। তবে চারে দেখাচ্ছিল অস্ট্রেলিয়াকেই। আর পাঁচে ছিল নিউজিল্যান্ড। সিরিজ শেষেই নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সেই নিউজিল্যান্ড উঠে এলো চারে। আর ডেমিকেল (-৩) পয়েন্ট নিয়ে পাঁচে চলে গেল অস্ট্রেলিয়া।

১৯৮৮ সালের জুলাইয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে নেমে গিয়েছিল অস্ট্রেলিয়া। ২৯ বছরের মধ্যে সেটাই তাদের সর্বনিম্ন র‍্যাঙ্কিং। এদিকে এই সিরিজে ৫ রেটিং পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। সবমিলিয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে অবশ্য টাইগারদের অবস্থান ৯ নম্বরে। মুশফিকদের পেছনে শুধু জিম্বাবুয়ে (রেটিং পয়েন্ট শূন্য)।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি