টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাবর আজমের বিশাল ঝাঁপ

বিশ্ব একাদশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলার ফায়দা ভালোভাবেই লুফে নিয়েছে পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জেতায় ভূমিকা ছিল তারকা ব্যাটসম্যান বাবর আজমের। ম্যান অব দ্য সিরিজ হওয়া এই তারকা ২১ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে রয়েছেন ৬ নম্বরে। ৮৬ রান দিয়ে সিরিজ শুরু করেছিলেন বাবর। এরপর করেন ৪৫ ও ৪৮ রান।

র‌্যাংকিংয়ে টেবিলে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টিও। ৫১ রান করা এভিন লুইস একধাপ এগিয়ে জায়গা পেয়েছেন ক্যারিয়ার সেরা ৩ নম্বরে স্থানে। ক্রিস গেইলও এগিয়েছেন ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে। ৪০ রান করা এই তারকা চারধাপ এগিয়ে যৌথভাবে রয়েছেন ২২তম স্থানে।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসান রয়েছেন আগের জায়গাতেই। ৩৫৪ রেটিং নিয়ে রয়েছেন শীর্ষেই। ৩৪৪ রেটিং নিয়ে পরেই রয়েছেন অসি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। পাঁচে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম