পাকিস্তানের টেস্ট দলে হারিস সোহেল

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের সিরিজের জন্য ঘোষিত দলে ‘স্বাগতিকরা’ রেখেছে হারিস সোহেলকে। পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্টে অভিষেক হয়নি তার এখনও। তার সঙ্গে দলে নতুন মুখ পেসার মীর হামজা। এখনও টেস্ট খেলা হয়নি এমন খেলোয়াড় আছেন আরও তিনজন-অলরাউন্ডার বিলাল আসিফ, ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিন ও স্পিনার মোহাম্মদ আসগর।

হারিস সোহেল পাকিস্তানের জার্সিতে খেলেছেন ২২ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি। এবার টেস্ট অঙ্গনেও রাখতে যাচ্ছেন পা। মিসবাহ-উল-হক ও ইউনিস খান অবসরে যাওয়ায় তাদের জায়গা পূরণের চিন্তা করছে পাকিস্তান হারিস সোহেল ও উসমান সালাহউদ্দিনকে দিয়ে। ২৬ বছর বয়সী সালাহউদ্দিন পাকিস্তানের হয়ে খেলছেন দুটি ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে মোটেও সুবিধা করতে না পারা এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণি ক্রিকেটের পারফরম্যান্স দুর্দান্ত। প্রথম শ্রেণিতে খেলা ৯২ ম্যাচে ৪৭.২৯ গড়ে করেছেন ৫,৯১২ রান। ১৯ সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি আছে ৩২টি।

পাকিস্তানে দলে প্রথমবার ডাক পাওয়া মীর হামজা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৪৬ ম্যাচ, যাতে এই পেসারের শিকার ২১৬ উইকেট। সরফরাজ আহমেদকে অধিনায়ক করে গড়া দলে সুযোগ পেয়েছেন ওপেনার সামি আসলাম। ২০১৬ সালের ডিসেম্বরের পর আবার ডাক পেলেন তিনি টেস্ট দলে।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যার প্রথমটি আবুধাবিতে ‍শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। ক্রিকইনফো

পাকিস্তানের টেস্ট দল: আজহার আলী, শান মাসুদ, সামি আসলাম, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইয়াসির শাহ, মোহাম্মদ আসগর, বিলার আসিফ, মীর হামজা, মোহাম্মদ আমির, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ