দক্ষিণ আফ্রিকায় প্রমাণের মিশন

দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি মুশফিকুর রহিম ও তার সহযোদ্ধারা। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। শক্তি ও সামর্থ্যের মানদণ্ডে বাংলাদেশের চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। অতীত পরিসংখ্যানও জানান দিচ্ছে সে কথা। এ পর্যন্ত ১০ বারের মোকাবেলায় আটবার হেরেছে টাইগাররা; যার মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে চার টেস্টে ডুবতে হয়েছে ইনিংস হারের লজ্জায়। মজার বিষয় হলো, সেই চার টেস্টে টস জিতেছিল বাংলাদেশই।

সর্বশেষ ২০১৫ সালে হোম সিরিজে প্রোটিয়াদের সঙ্গে দুই টেস্ট ড্র করলেও তাতে মূল অবদান ছিল বৃষ্টির। তবে এবার ‘মৃত্যুকূপ’ বিবেচিত দক্ষিণ আফ্রিকার মাটিকে প্রমাণের মঞ্চ বানাতে চান বাংলাদেশ অধিনায়ক মুশফিক। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের সঙ্গে ওদের মাঠে খেলাটা অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা ভালো খেলতে উন্মুখ হয়ে আছি। আমরা একটা দল হয়ে ভালো খেলতে চাই।’

প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন ব্যাটসম্যানরা। পাশাপাশি উইকেটে পেয়েছেন পেসাররা। প্রস্তুতি ম্যাচে চোটের কারণে তামিম ইকবাল ও সৌম্য সরকারের প্রথম টেস্ট নিয়ে খেলার শঙ্কা জন্ম নেয়। কিন্তু শেষ পর্যন্ত দুজনই খেলবেন বলে জানান মুশফিক। তাই পচেফস্ট্রুমে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামার আগে আশায় বুক বাঁধছেন টাইগার দলপতি, ‘প্রস্তুতি ম্যাচে সবাই ভালো পারফর্ম করেছে। গত ১০ দিন আমার ভালো অনুশীলন করেছি। সবাই একটু ফিট আছে, সৌম্যর একটু সমস্যা ছিল আশা করি, সেও ম্যাচে ফিট থাকবে। তার পরও বড় দলের সঙ্গে খেলতে হলে অবশ্যই আমাদের শুরুটা ভালো করতে হবে। এজন্য সেশন বাই সেশন খেলতে হবে। আশা করছি, প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতা মূল লড়াইয়ে অক্ষুণ্ন রাখতে পারব।’

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে থাকলেও এবার দলের সঙ্গে নেই সাকিব আল হাসান। দলের সেরা অলরাউন্ডারের অভাবটা বেশ ভালো অনুভব করছেন সফরকারী অধিনায়ক। জানালেন, একাদশ গড়তে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ম্যাচে সাকিবের না থাকাটা অবশ্যই বড় সমস্যা। ওর অনুপস্থিতিতে আমাদের দুজনকে খেলাতে হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি যাতে একজন অতিরিক্ত পেসার কিংবা একজন ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি। চেষ্টা করব সেরা একদশ নিয়েই মাঠে নামতে।

সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ক্ষতি। সে দুর্দান্ত ক্রিকেটার। বেশকিছু দিন ধরেই সে বিশ্বের শীর্ষ অলরাউন্ডার। এমন একজন ক্রিকেটারকে না পাওয়া অবশ্যই ওদের জন্য বড় ক্ষতি। আমি খুব খুশি যে সাকিব খেলছে না।’

দুই মাসের বিরতির পর টেস্ট খেলবে প্রোটিয়ারা। সর্বশেষ ইংল্যান্ড সফরে প্রত্যাশিত ফল না পাওয়ার হতাশা কাটানোর জন্য ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়ারা যে মরিয়া থাকবে, তা বলাই বাহুল্য। গতকাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদার কথায়, ‘অনেক দিন বিরতিতে থাকার পর আমরা এখন ভালো ক্রিকেট খেলতে চাই। ইংল্যান্ডে আমরা খুব একটা খারাপ খেলিনি। তবে কিছু মুহূর্তের ব্যবহার বাজেভাবে করেছি। এবার সেই ভুলগুলো শুধরে ফেলতে চাই। একই সঙ্গে জেতার জন্যও মুখিয়ে আছি। কারণ আমরা জানি কীভাবে জিততে হয়।’

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার। তাদের জায়গায় স্বাগতিকদের পেস বোলিংকে নেতৃত্ব দেবেন রাবাদা ও মরনে মরকেল। দুজনের অভাব অপূরণীয় হলেও মাঠে নিজের সেরাটা নিংড়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাবাদা, ‘অবশ্যই স্টেইন ও ফিল্যান্ডার আমাদের সেরা বোলার। অনেক দিন ধরে স্টেইন নেই। একই রকম ফিল্যান্ডারও। ওদের অভার অপূরণীয় হলেও আমি আশাবাদী।’

বাংলাদেশ সময়:০৯৪৮ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি