ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগে নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে (৪৩) গ্রেফতার করেছে যৌথবাহিনী। একই সঙ্গে তার সহযোগী আবুল কালামকে (৬৫) গ্রেফতার করা হয়।
সোমবার (২৬ মে) সকালে উপজেলার মকিমপুরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মকিমপুর বাজারে মনিরুল ইসলামের দোকানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, মামলায় অভিযুক্ত ব্যক্তি হিসেবে শামীম হোসেন ও আবুল কালামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।