লালমনিরহাটের আদিতমারীতে এসএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে এলাকাজুড়ে তোলপাড়। তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনকে কমিটির প্রধান করা হয়। এর আগে সকালে উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক-নির্বাচনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সৃজনশীল প্রশ্নে এ ভাষণ ব্যবহার হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
জানা গেছে, উপজেলার বিদ্যালয়গুলোতে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা। সেখানে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। এটি শিক্ষার্থীদের হাতে বিতরণ করে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের এক সেট প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন ইউএনও বিধান কান্তি হালদার।