চান্দিমালের \’ডাইনি-বিদ্যা\’ মন্তব্যে খেপেছে পাকিস্তান

পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারাতে নাকি \’ডাইনি-বিদ্যা\’র আশ্রয় নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক! তার এমন মন্তব্যে ক্রিকেট বিশ্বে উঠেছে সমালোচনার ঝড়। খেপেছে পাকিস্তানও।

কথাটা মজা করে বলতেই পারেন, কিন্তু দিনেশ চান্দিমাল ছিলেন রীতিমত সিরিয়াস।

সংযুক্ত আরব আমিরাতকে পাকিস্তানের ঘাঁটি মনে করা হয়। সেখানে এসে পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এরপর তারা ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ হারলেও চান্দিমালের এক মন্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর।

চান্দিমালের দাবি, ডাইনি-বিদ্যা করেই পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছেন তারা। সিরিজ শুরুর আগেই নাকি ডাইনি-বিদ্যা চর্চা করেন, এমন একজনের কাছে গিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তাতেই কাজ দিয়েছে।

চান্দিমালের এমন মন্তব্যের জবাবটা বুদ্ধিমত্তার সঙ্গেই দিয়েছেন পাকিস্তানী অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, \’আমরা টেস্ট সিরিজ হেরেছি বাজে ব্যাটিংয়ের জন্য, এটাই আসল কথা। যদি তারা জাদুবিদ্যা বা ম্যাজিকের কারণে টেস্ট ম্যাচ জিততে পারে, ওয়ানডে আর টি-টোয়েন্টি কেন জিতলো না?\’

মুসলমান হিসেবে পবিত্রগ্রন্থ কোরআন আর জাদুর বিষয়টি অবিশ্বাস করেন না সরফরাজ। তবে টেস্ট সিরিজে হার ব্যাটসম্যানদের ভুলের কারণেই হয়েছে, বলছেন সরফরাজ, \’আমি পবিত্র কোরআনে বিশ্বাস করি। বিশ্বাস করি, বিশ্বে জাদু বলে কিছু আছে। তবে টেস্ট সিরিজটা আমরা হেরেছি বাজে ব্যাটিংয়ের জন্য, আমরা জেতার সুযোগ নষ্ট করেছি।\’

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ ইউসুফও চান্দিমালের দাবিতে খেপেছেন। তিনি বলেন, \’ক্রিকেটের সঙ্গে এমন বিষয় জড়ানো ঠিক নয়। পাকিস্তানের পরিকল্পনা ভুল ছিল, এতেই তারা খারাপ করেছে।\’ সরফরাজের মতই তিনি বলেন, \’শ্রীলঙ্কা যদি জাদুবিদ্যা দিয়ে জিততেই পারতো, তবে সব ফরমেটে এমন সংগ্রাম করতো না।\’

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ