বিপজ্জনক স্মিথকে ফিরিয়ে দ্বিতীয় দিন শুরু করলো টাইগাররা

ঢাকা টেস্টের প্রথম দিনে ঝড় যেমন টাইগারদের মাথার উপর দিয়ে গিয়েছিলো তেমনি অজিদের উপরও কম যায়নি। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে তারা বেশ বিপাকে পড়েছিলো। দ্বিতীয় দিনে হুংকার দিয়েই শুরু করেছে টাইগাররা।

দ্বিতীয় দিনে প্রথম বল হাতে তুলে নেন মিরাজ। মিরাজের ঐ ওভারের চতুর্থ বলেই ম্যাট রেনশকে এলবিডাব্লিউ আবেদন করে হুংকার দিয়ে রাখা হয়। যদিও আম্পায়ার আলিমদার এই আবেদনে তখন কর্ণপাত করেননি।

কিন্তু মিরাজেরই করা এরপরের ওভারে অর্থাৎ ১২তম ওভারের প্রথম বলে সামনে এগিয়ে সুইপ করতে গেলে স্ট্যাম্প হারান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশেরই। মাত্র ১৬ বলে মোকাবেলায় ১টি চার হাঁকিয়ে ৮ রান করেছেন স্মিথ। অজিদের দলীয় রান তখন ৪ উইকেট হারিয়ে ৩৩ রান।

রেকর্ড গড়তে সাকিব আল হাসানের প্রয়োজন আর চারটি উইকেট। নিজের অর্ধশততম ম্যাচের ষোলকলা পূর্ণ করতে এই চারটি উইকেট পেতে হবে সাকিবকে।

সাকিব আল হাসানের করা ১৫তম ওভারের তৃতীয় বলে হ্যান্ডসকোম্বকে ধাঁধায় ফেলে দেয়া হয়। এলবিডাব্লিউ আবেদন করেন সাকিব। আম্পায়ার নাকচ করলে সাকিব রিভিউ নেন। কিন্তু রিভিউতে ব্যর্থ হয় টাইগাররা। বেঁচে যান হ্যান্ডসকোম্ব।
১৬তম ওভারে বল হাতে আসেন আবার মিরাজ। দ্বিতীয় বলে ম্যাট রেনশকে এলবিডাব্লিউ আবেদন করলে এবার মঞ্জুর করেন আম্পায়ার আলিমদার। কিন্তু রেনশ রিভিউ আবদেন করলে তাদের পক্ষেই যায়।

এই মুহূর্তে অজিদের দলীয় রান ৪ উইকেট খুইয়ে ৫৭ রান।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি