দ্বিতীয় টেস্টের দল অপরিবর্তিত থাকছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ দল। কোরবানির ঈদের পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের লড়াইয়ে নামবে টাইগাররা। উইনিং কম্বিনেশন বজায় রেখে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য অপরিবর্তিত ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অজিদের হোয়াইটওয়াশ করার মিশনে নামবে তামিম বাহিনী।

বুধবার (৩০ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস রচনা করে টিম বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচে একদিন হাতে রেখে অজিদের ২০ রানে হারিয়ে বীরের বেশে মাঠ ছাড়েন মুশফিক-সাকিব-তামিম-মিরাজ-তাইজুলরা। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাশ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময় : ১৬৩২ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ