মুখ খুললেন সাকিব

টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের বিশ্রাম চেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সেই চাওয়া মঞ্জুর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত দলে রাখা হয়নি তাকে।

দল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনা হতে থাকে সাকিবের বিশ্রাম নিয়ে। বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট ব্যক্তিত্ব ও ভক্তরা। আর স্বাভাবিকভাবেই বিষয়টি আঁচ করতে পেরেছেন তিনি। তাই নিজের বিশ্রাম নিয়ে মুখ খুলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মতবাদ তুলে ধরেছেন তিনি।পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:

“প্রিয় ফ্যান,
আপনারা জানেন আমি গত কয়েক বছর ধরে দেশের গৌরবের জন্য বিরতিহীন ক্রিকেট খেলে যাচ্ছি, যার কারণে আমার অনেক শারীরিক ও মানসিক ধকল যাচ্ছে। এই ব্যাপারটি মাথায় রেখে আমি ঠিক করেছিলাম আসন্ন দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের দুটি টেস্টে সাময়িক বিরতি নেয়ার এবং বিসিবি বিষয়টি তাদের বিজ্ঞ বিবেচনায় নিয়ে আমাকে খেলা থেকে বিরতি নেয়ার অনুমতি দিয়েছে।

ফলে, আমি মনে করি সাময়িক এই বিরতি আমাকে আগামী খেলাগুলোর জন্য আরও শক্তি ও মনোবল যোগাবে এবং আমাকে ও পুরো দলকে সাহায্য করবে আগামীতে আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যেতে।

আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তাদের সীমাহীন ভালোবাসা ও অনুপ্রেরণার দেয়ার জন্য। আসুন সবাই আমাদের টাইগারদের সাফল্য কামনা করি সামনের দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য।”

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর    ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি