অবশেষে ভারতের মাটিতে জয়ের সুবাস পেল অস্ট্রেলিয়া

টানা তিনটি ম্যাচে হার। তিনটি ম্যাচেই দারুণ সূচনা করেছিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বেঙ্গালুরুতেও দারুণ সূচনা পায় দলটি। তবে আগের ম্যাচের দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসতে পেরেছে স্টিভেন স্মিথের দল। ভারতকে ২১ রানে হারিয়েছে তারা। স্মিথের ডেপুটি ডেভিড ওয়ার্নারের রেকর্ড সেঞ্চুরিতেই জয়ের খরা কাটাতে পেরেছে দলটি। তবে বড্ড দেরি হয়ে গেল দলটির জন্য। কারণ আগেই সিরিজ খুইয়ে বসেছে অস্ট্রেলিয়া।

এদিন অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। ১০৬ রানের দারুণ জুটি এনে দেন আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। দুই জনই হাফসেঞ্চুরি করেছেন। তবে আউট হয়েছেন এর পর পরই। ব্যক্তিগত ৫৩ রানে রাহানে আউট হওয়ার পর ব্যক্তিগত ৬৫ রানে আউট হন রোহিতও। এরপর দ্রুতই ফিরে যান অধিনায়ক বিরাট কোহলিও। কিছুটা স্বস্তি পায় অসিরা। তবে অসিদের হতাশা বাড়িয়ে এ ম্যাচেও দারুণ খেলতে থাকেন হার্দিক পান্ডিয়া (৪১)। কেদার যাদবের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে আউট হন তিনি। এরপর মানিশ পান্ডেকে নিয়ে দলের হাল ধরেন কেদার। গড়েন ৬১ রানের জুটি। তখন ভারতের জয় কেবল সময়ের ব্যবধানই মনে হয়েছিল।

এরপর ৩ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন অসি বোলাররা। ব্যক্তিগত ৬৭ রানে আউট হন কেদার। পান্ডে খেলেন ৩৩ রানের ইনিংস। এ দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে স্মিথের দল। কিন্তু তখন তাদের পথের কাঁটা হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনি। তবে ব্যক্তিগত ১৩ রানে তাকে ফেরান কেন রিচার্ডসন। এরপর আর কেউ প্রতিরোধ না গড়তে পারলে ৮ উইকেটে ৩১৩ রানে থামে অস্ট্রেলিয়া। অসিদের পক্ষে ৫৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন রিচার্ডসন।

এর আগে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দলকে উড়ন্ত সূচনা এনে দেয় ওয়ার্নার-ফিঞ্চের উদ্বোধনী জুটি। ৩৫ ওভারে তারা ২৩১ রান তোলেন স্কোরবোর্ডে। কেদার যাদবের বলে আউট হওয়ার আগে ওয়ার্নার করেন ১২৪ রান। ১১৯ বলে এই রান করতে তিনি ১২টি চার ও ৪টি ছয় হাঁকান। অবশ্য ততক্ষণে রেকর্ড গড়া হয়ে গেছে তার। প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অবশ্য তার আগে আরও ৭ জন ব্যাটসম্যান এ কীর্তি গড়েছিলেন।

ওয়ার্নার আউট হওয়ার পর মাত্র ৫ বলের ব্যবধানেই নার্ভাস নাইনটিজে ফিরে যান ফিঞ্চও। তখনও স্কোরবোর্ডে কোন রান যুক্ত হয়নি। উমেশ যাদবের বলে আজিঙ্কা রাহানের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ফিঞ্চ করেন ৯৪ রান। এরপর ৫ রান যোগ করতেই নেই অধিনায়ক স্টিভেন স্মিথও। মিডল অর্ডার ব্যাটসম্যানরা যেন গত ম্যাচের পুনরাবৃত্তিই করছিলেন। তবে তা হয়নি হ্যান্ডসকম্ব ও হেডের ৬৩ রানের জুটিতে। হ্যান্ডসকম্ব ৪৩ ও হেড ২৯ রান করেন। শেষে মার্কাস স্টোইনিসের ঝড়ো ১৫ রান অস্ট্রেলিয়াকে নিয়ে যায় ৫ উইকেটে ৩৩৪ রানে। ভারতীয় বোলারদের মধ্যে উমেশ যাদব ৭১ খরচায় উইকেট পেয়েছেন ৪টি। অন্য উইকেটটি কেদার জাদভের।

বাংলাদেশ সময় : ২৩০৭ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ