সুপ্রিম কোর্ট থেকে ভুয়া আইনজীবী আটক

সুপ্রিম কোর্টে অবকাশকালীন আদালত চলাকালে শুভ্রবোস নামে এক ভুয়া আইনজীবীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে আইনজীবীরা।

আজ সোমবার বেলা ১২ টা ৪০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর ১৩ এনেক্স আদালতে এ ঘটনা ঘটে।

আইনজীবীরা বলেন, আদালত চলাকালে শুভ্রবোস পরিচয় দানকারী ওই ব্যক্তি আইনজীবীদের গাউন ও কোর্ট পড়ে এজলাস কক্ষে প্রবেশ করেন। এ সময় অন্য আইনজীবীরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেকে জর্জ কোর্টের আইনজীবী বলে দাবি করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, এই আদালতের আইনজীবী না হলে নিম্ন আদালত থেকে এসে শুভ্রবোস অংশ নিতে পারেন না।

এদিকে শুভ্রবোস সংবাদমাধ্যমকে জানান, তিনি বিচারকাজ পর্যবেক্ষণ করার জন্য এসেছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। এছাড়া তিনি একটি ভিজিটিং কার্ড (২০১৪-১৫) দেখিয়েছেন। কার্ডে তিনি সুপ্রিম কোর্টের ফৌজদারি রিট মামলার সহযোগী হিসাবে কাজ করেন।

আইনজীবীরা বলছে, শুভ্রবোস কখনই সুপ্রিম কোর্টের পরিচয় দিতে পারেন না, যতক্ষণ না পর্যন্ত তিনি নিবন্ধিত হন। তাকে শাহবাগ থানায় পুলিশে সোপর্দ করে একটি জিডি করতে নির্দেশ দিয়েছে আদালত।

বাংলাদেশ সময় : ১৩৫৯ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ