\’ম্যাডাম যেভাবে আছেন সেভাবেই থাকবেন\’

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আদালতে হাজির হওয়ার পর খালেদা তার আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত তার স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে বলেন, ম্যাডাম যেভাবে আছেন সেভাবেই থাকবেন। অর্থ্যাৎ পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তিনি জামিনে থাকবেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদার স্থায়ী জামিনের বিরোধিতা করেন। জামিনের আবেদনে সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া দুই মামলায় ধার্য তারিখ পর্যন্ত জামিনে রয়েছেন। তিনি বয়স্ক নারী। তাই সব দিক বিবেচনা করে তার স্থায়ী জামিন মঞ্জুর করা হোক। এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টা ২৪ মিনিটে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজির হন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়:১৫০০ ঘণ্টা, ০২  নভেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি