যে ৭ কারণে বিরাট-স্মিথদের শেষ ম্যাচও গুরুত্বপূর্ণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে খেলতে রবিবার মাঠে নামছে টিম ইন্ডিয়া। আপাতত চার ম্যাচের পর সিরিজে ভারত এগিয়ে রয়েছে ৩-১ ব্যবধানে।

তবে রবিবারের এই ম্যাচও বেশ গুরুত্বপূর্ণ। এক ঝলকে দেখে নিন, কী সেই কারণগুলো-
১) রবিবার ম্যাচ জিতলেই ৪-১ ব্যবধানে সিরিজ জিতবে ভারত। আর তাহলে ফের আইসিসি-র সেরা একদিনের দলের তালিকায় এক নম্বরে চলে আসবে ভারত।

২) নাগপুরে এর আগে চারটি একদিনের ম্যাচে খেলেছে ভারত। তার দুটোতেই তারা জয় পেয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর দুটো ম্যাচে ভারত হেরেছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার কাছে।

৩) চেন্নাইয়ের মতোই নাগপুরের মাঠেও অনেক বড় বড় ইনিংস খেলার রেকর্ড রয়েছে সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তাই রবিবারও ধোনি ম্যাজিক দেখা গেলে অবাক হবেন না।

৪) আর একটি সেঞ্চুরি পেলেই রিকি পন্টিংয়ের ৩০টি সেঞ্চুরির রেকর্ড টপকে যাবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

৫) আর ৯২ রান করলেই একদিনের ক্রিকেটে ৬০০০ রান হয়ে যাবে রোহিত শর্মার।

৬) আর চারটি উইকেট পেলেই একদিনের ক্রিকেটে ১০০ উইকেট পাওয়া হয়ে যাবে অজি বোলার জেমস ফকনারের।

৭) আর তিনটি উইকেট পেলেই একদিনের ক্রিকেটে ৫০ টি উইকেট পাওয়া হয়ে যাবে হার্দিক পাণ্ডিয়ার।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল